জাতীয়

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রহমত আলীর নামাজে জানাজা সম্পন্ন

গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রহমত আলীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও রাজনীতিকরা। রাষ্ট্রিয় সম্মাননা জানানো হয় বীর এই মুক্তিযোদ্ধার প্রতি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমত আলীর মরদেহে শ্রদ্ধা জানান । এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইফ, বিরোধ দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহমত আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। আগামী মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরে তার দাফন হবে। রহমত আলী গাজীপুর থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Back to top button