সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রথম জানাজা সম্পন্ন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের বাড়িতে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে প্রথম জানাজা নিজ বাড়ির আঙিনায় সম্পন্ন হয়েছে।
এর আগে বিকেল সোয়া ৩টার দিকে তার মরদেহবাহী হেলিকপ্টার কেন্দুয়া পৌর শহরের চকপাড়া এলাকার হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেখান থেকে মরদেহ পেমই গ্রামে আনা হয়।
জানাজা শেষে সাহাবুদ্দিন আহমদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা।
আগামীকাল রোববার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগা মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাবেক এই রাষ্ট্রপ্রধানকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের মরদেহ সামনে রেখে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নেতৃর্ত্বে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আজ সকাল ১০টা ২৫মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগচিলেন তিনি।



