রাজনীতি

সাবেক এমপি সায়েমসহ ৩৮ জনের নামে বিস্ফোরক মামলা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সাবেক এমপি মাহমুদুল হক সায়েম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

এছাড়া মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হালুয়াঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর সশস্ত্র হামলা চালান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় মামলাটি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button