জাতীয়

সাবেক আইনসচিবের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক প্রকাশ

 

 

নিউজনাউবাংলা ডেস্কঃ আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআই -এর সভাপতি শেখ ফজলে ফাহিম। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শোক বার্তায় এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম জানান, দেশের একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবি আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলালের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ সুবাহানাতালা উনাকে বেহেস্ত নসিব করুক এবং তার পরিবারের সকলেক ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬২ বছর বয়সী জহিরুল হক দুলাল মৃত্যুর সময় স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

———————-

Related Articles

Leave a Reply

Back to top button