সাফে ভারতকে হারিয়ে দিলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।
এর আগে, সোমবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলংকাকে।
টানা দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরের টেবিলে শীর্ষে উঠেছে লাল-সবুজের বাংলাদেশ।
পিয়াস আহমেদ নোভার কাছ থেকেই আসে গোল দুটি।
খেলার ২৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল বোঝাবুঝিতে সুযোগ নেন পিয়াস। গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া শটে ১-০ করেন স্কোর। অবশ্য ছয় মিনিট গুরকিরাত সিংয়ের গোলে ১-১ সমতায় ফেরে ভারত।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে নিজেদের বক্সে ফাউল করেন তানকাধর। তার সুবাধে পেনাল্টি পায় বাংলাদেশ। সফল স্পট কিক থেকে গোল আদায় করে নেন পিয়াস। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী শুক্রবার মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।