বিনোদুনিয়া

সাতটি কেক কেটে রাজ্যের সাত মাস পূর্ণের সেলিব্রেশন মা পরীমণি’র

ছেলের সাত মাসের পূর্ণতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন মা পরীমণি।

তিনি লিখেছেন, রাজ্যের সাত মাস পূর্ণের সেলিব্রেশন। সেই সঙ্গে হ্যাশট্যাগে রাজ্য লখে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ওই পোস্টে দেখা যায়, ছেলের সাত মাস পূর্ণ হওয়ায়, রাজ্যকে সঙ্গে নিয়ে সাতটি কেক কেটে তার জন্মদিন উদযাপন করছেন পরী। ছবিতে বেশ হাস্যোজ্জ্বলভাবেই পোজ দিয়েছে মা ও ছেলে।

ঘণ্টা না যেতেই তার সেই পোস্টে ১১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। ৫৫ মন্তব্য এবং ১১ বার শেয়ার হয়েছে ভিডিওটি। তবে পরীর স্ট্যাটাসটি সবার জন্য উন্মুক্ত নয়। তাই লিমিটেড মানুষের ছাড়া অন্য কেউ মন্তব্য করতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Back to top button