জাতীয়

সাগর-রুনি হত্যার রিপোর্ট দিতে র‍্যাব-ডিজিকে বলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দ্রুত দিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হবে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর স্মারকলিপি দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। স্মারকলিপি গ্রহণের পর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘ডিআরইউর স্মারকলিপি এখনই র‌্যাবের ডিজিকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি একটা কিছু যেন তারা জানান, সেই নির্দেশনা তাদের দেওয়া হবে।’
এর আগে, এদিন দুপুরে ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেলসহ সংগঠনটির নেতারা মন্ত্রীর কাছে এই স্মারকলিপি তুলে দিয়ে নিজেদের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button