খেলা

সাকিব দেশে ফিরছেন কাল

আগামী ১০ জানুয়ারি রাজধানী ঢাকায় আসবে ক্যারিবিয়রা। একইদিন শুরু হবে জাতীয় দলের অনুশীলন।

তাই রবিবার (৩ ডিসেম্বর) সকালেই রাজধানী ঢাকা ফিরছেন সাকিব।

রবিবার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) ফ্লাইটে করে দেশে আসার কথা সাকিবের।

দেশে আসার আগেই অবশ্য নিজের ভক্ত-সমর্থকদের দারুণ এক সুখবর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন বছরের প্রথম দিনেই জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। শুক্রবার সাকিব নিজেই জানিয়েছেন এ খবর।

অসুস্থ শ্বশুরকে দেখতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলেই চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র। কিন্তু দূর্ভাগ্য সাকিবের, বিমানে থাকতেই পেয়েছেন দুঃসংবাদ। যুক্তরাষ্ট্র গিয়ে আর শ্বশুর মমতাজ আহমেদকে জীবিত পাননি তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button