ক্রীড়াঙ্গন

সাকিব ও পাপনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

ক্রিকেট বিশ্বকাপের আসর এখনো শেষ হয়নি। তবে টানা হারে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। ইতিমধ্যে দেশেও ফিরেছে খেলোয়াড়েরা।

চলমান এই বিশ্ব আসরে টাইগারদের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনা চলছে দেশজুড়ে। এরই প্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার তাদের এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, মাঠের খেলার বাইরে এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান টুর্নামেন্টের মাঝে দলকে ফেলে দেশে এসেছিলেন অনুশীলন করতে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে খেলা চলাকালীন সময়ে বিজ্ঞাপনের শুটিং করে সমালোচিত হয়েছিলেন। যা কাম্য নয়। সাকিবের মতো একজন উঁচু মাপের খেলোয়াড়ের কাছে সমগ্র জাতি আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।
রোববার সকাল ১০টায় ভারত থেকে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশ ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। বিশ্বকাপে বাংলাদেশের টানা হার নিয়ে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা।

Related Articles

Leave a Reply

Back to top button