খেলা

সাকিবের রংপুর আর তামিমের বরিশাল মুখোমুখি আজ

বিপিএলের দ্বিতীয় দিনে আজ লড়াইয়ে নামছেন বাংলাদেশের ইতিহাসের আলোচিত এই দুই ক্রিকেটার।

দিনের প্রথম খেলায় তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সাকিবের রংপুর রাইডার্স।

গত দুই আসরে বরিশালের অধিনায়কত্ব করেন সাকিব। এবার দল বদলে তিনি খেলবেন রংপুরের হয়ে।

সবারই ধারণা ছিল রংপুরেও অধিনায়কত্ব করবেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ চাইলেও চাপ কমাতে অধিনায়কত্ব করতে রাজি হননি তিনি। তামিমও অধিনায়কত্বে আগ্রহী ছিলেন না। তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অনুরোধে অধিনায়কত্ব করছেন তিনি। ফলে, ম্যাচে দেখা হলেও টসে দেখা হচ্ছে না তাদের।

সাকিবের সমস্যা চোখের আর তামিম দীর্ঘ বিরতির পর নামবেন মাঠে।

দল হিসেবে রংপুরের ড্রেসিংরুম বরাবরই তারকায় ঠাসা। শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাতিশা পাতিরানা, পাকিস্তানের এহসানউল্লাহ, ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং খেলবেন রংপুরের হয়ে। এছাড়া গত বিশ্বকাপে দুর্দান্ত খেলা আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকেও ধরে রেখেছে রংপুর। দলটির বিদেশি ক্রিকেটারদের সবাই আছেন দারুণ ফর্মে। যদিও এদের মধ্যে বেশিরভাগকেই আজ পাচ্ছে না রংপুর। তবে ইতিমধ্যে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী যোগ দিয়েছেন দলের সঙ্গে। দেশিদের মধ্যে রনি তালুকদার গত বিপিএলে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ (৪২৫) রান সংগ্রাহক। এবার সাকিব যোগ দেওয়াতে দলটি হয়ে উঠেছে আরও শক্তিশালী।

অন্যদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে বরিশাল দল অভিজ্ঞতায় সমৃদ্ধ। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলামের মতো চেনা মুখ থাকবে দলটির ড্রেসিংরুমে।

বিদেশিদের মধ্যে শোয়েব মালিক, পল স্টার্লিংরা বরিশালের ব্যাটিং শক্তি বাড়াবেন। তবে রংপুরের মতো বরিশালও শুরুর দিকে সব বিদেশিদের পাবে না। শেষের দিকে বরিশাল পাবে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলারকে।

এছাড়া, দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।

Related Articles

Leave a Reply

Back to top button