Leadক্রীড়াঙ্গন

সাকিবের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা

দুই দফা ব্যর্থ হওয়ার পর অবশেষে সুখবর পেলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তৃতীয়বারে ইংল্যান্ডের লাফবোরোতে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন তিনি। ফলে বল করতে আর কোনো বাধা থাকলো না সাবেক টাইগার অধিনায়কের।

সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর পরিশ্রমের পর সফল হলেন সাকিব। সারে কাউন্টির ইনডোর ব্যবহার করেছেন বোলিং অনুশীলননে, লাফবোরোতে দিয়েছেন পরীক্ষা। পরীক্ষায় তিনি ২২টি বল করেন। যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে ত্রুটি ছিলো সাকিবের। বাকি সব বলে উতরে যান অ্যাকশন পরীক্ষায়।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এরপর অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন সাকিব৷ তখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি) থেকে তাকে ইসিবির সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রশ্নবিদ্ধ হলে স্বীকৃত ল্যাবের পরীক্ষায় ব্যর্থ হয়ে বোলিং করা বন্ধ হয়ে যায় সাকিবের।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে আবার অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন তিনি। এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন, সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

আন্তর্জাতিক ক্রিকেটে গত অক্টোবর মাসের পর থেকেই দেখায় যায়নি সাকিব৷ ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে দেশে ফিরতে পারেননি তিনি।

গত বছর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন সাকিব৷ এরপর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পর পতন স্বৈরাচারী শাসক হাসিনার। গত ৫ আগস্ট দেশের এই রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেইআর বাংলাদেশে আসেননি সাকিব।

Related Articles

Leave a Reply

Back to top button