সাকিবের অদ্ভুত রেকর্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সম্পন্ন করেছে বাংলাদেশ। এ সিরিজে সাকিবের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ব্যাটিং, বোলিং, আউটের সময় কিংবা স্ট্রাইক রেট রীতিমত হতভম্ব করে দেওয়ার মতো।
রীতিমতো অদ্ভুত এক রেকর্ডের মালিক হয়ে গেছেন সাকিব।
দুই ম্যাচে তিনি করেছেন সমান রান, তাও আবার সমান বলে। দুই ম্যাচে স্ট্রাইক রেট সমান। চারটি বাউন্ডারি মেরেছেন, নেই কোনও ছক্কা। দুই ম্যাচেই ১টি করে উইকেট পেয়েছেন তিনি। বল হাতে রান খরচ করেছেন সমান।
সাকিব বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৭ বলে ২৬ ও বল হাতে ২২ রানে ১ উইকেট নিয়েছেন। শুক্রবার তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ১৭ বলে ২৬ ও বল হাতে ২২ রানে ১ উইকেট নেন সাকিব।
দুই ম্যাচেই সাকিব খেলেছেন ১৭টি বল, দুই ম্যাচেই তার স্ট্রাইকরেট ১৫২.৯৪ এবং দুই ম্যাচেই তিনি হাঁকিয়েছেন ৪টি করে চার। ব্যাটিংয়ের মিল এখানেই শেষ নয়। দুইটি ম্যাচেই সাকিব আউট হয়েছেন ইনিংসের নবম ওভারে।
বল হাতেও দুই ম্যাচেই তিনি খরচ করেছেন ২২ রান, নিয়েছেন ১টি উইকেট। স্বাভাবিকভাবেই মিল তাই ইকোনমি রেটেও (৫.৫০)। তবে এসবকে ছাপিয়ে দুই ম্যাচেই সাকিব উইকেট নিয়েছেন নিজের চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলটিতে।
দুই ম্যাচে এত মিলে একটা রেকর্ডও হয়ে গেছে। টি-টোয়েন্টিতে একই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে একজন খেলোয়াড়ের একই রকম স্কোর ও একই রকম বোলিং ফিগার এর আগে কখনো দেখা যায়নি।