রাজনীতি

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু আ’লীগের বিজয় র‌্যালি

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের বিজয় র‌্যালির আয়োজন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটায় বিজয় র‌্যালির মঞ্চে শুরু হয় দেশাত্মবোধক সংগীত। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছে।

মহান বিজয় দিবস উপলক্ষে এ র‌্যালির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় বিজয় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর একটার পরেই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত হয়েছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ ও সাইন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button