রাজনীতি
সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।
সুনামগঞ্জ-১ আসনের সরকারদলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্যাসিনোর ঘটনায় চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার এ–সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে বলেও দুদক সুত্রে জানা গেছে।