Leadঅপরাধ-আদালতমিডিয়াওয়াচ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পরে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দেন। অভিযোগে অন্য যে দুজনের নাম রয়েছে, তারা হলেন—মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

এর আগে রোববার সন্ধ্যায় আনিস আলমগীরকে ডিবি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আনিস আলমগীর এখনো কার্যালয়ে রয়েছেন। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button