জাতীয়

সাংবাদিকের বুম কেড়ে নেওয়া পুলিশ বরখাস্ত

নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমানকে হেনস্তাকারী পুলিশ সদস্য কনস্টেবল মো. শাহিনুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া শাহিনুর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগে কাজ করেন।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি মিডিয়া জানান, সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান। এ ধরণের অপেশাদার আচরণের জন্য কনস্টেবল শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button