অপরাধ-আদালত

সাংবাদিকের ওপর হামলা : আনন্দ পরিবহনের ৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা : রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রাতে রাজধানীর বংশাল থানায় এশিয়ান টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়ায় তাজ আনন্দ পরিবহন সার্ভিস (ঢাকা মেট্রো-ব ১৫ ৩৮৭২) গাড়ি গায়ের উপর চাপিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ করলে অতর্কিত হামলা চালায় পরিবহনটির স্টাফরা। এ ঘটনায় তাজ আনন্দ পরিবহনের হেলপার পলাশ ও চালক ঠান্ডুসহ ৬ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

এদিকে সাংবাদিক শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন।

Related Articles

Leave a Reply

Back to top button