রাজনীতি

সহিংসতার জন্য সরকারকে দায়ী করে বিদেশি দূতাবাসগুলোতে বিএনপির চিঠি

গত ২৮ অক্টোবর নয়াপল্টনের শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করে সরকার সহিংসতা সৃষ্টি করেছে, এমন অভিযোগ করে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক ব্রিফিংয়ের আগেই এ চিঠি পৌঁছানো হয় দূতাবাসগুলোতে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিদেশি দূতাবাসে পাঠানো বিএনপির চিঠিতে বলা হয়েছে, পুলিশের হামলায় ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। পুলিশের হামলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একজন কর্মী নিহত এবং বিপুলসংখ্যক নেতাকর্মী আহত হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে দলটি।

চিঠিতে বিএনপি আরও বলেছে, তাদের মহাসমাবেশে পুলিশের মদদে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে। শীর্ষ নেতাদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। সারাদেশেও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একইভাবে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button