জাতীয়

সহনীয় পর্যায়ে রয়েছে নিত্যপণ্যের দাম: বাণিজ্যমন্ত্রী

জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে সহনীয় পর্যায়ে রয়েছে নিত্যপণ্যের দাম।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জাতীয় পার্টর সংসদ সদস্য মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ফলে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ২০৩টি দেশে পণ্য রফতানি করেছে। এর মধ্যে ৯১টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং ১১২টি দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। এ অর্থবছরে রফতানির পরিমাণ ৬০ হাজার ৯৭১ দশমিক ২৬ মিলিয়ন ডলার আর আমদানি ৮২ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ২১ হাজার ৫২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ ১১ হাজার ৯৮৬ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার। এ অর্থবছরে চীনের সাথে বাণিজ্য ঘাটতি ১৯ হাজার ৩৫৩ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।

চীনের বাজারে ৮ হাজার ৯৩০টি পণ্য (৯৮ শতাংশ) শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়েছে। এতে চীনে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ঘাটতি আরও কমবে বলেও জানান জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Related Articles

Leave a Reply

Back to top button