করোনাজাতীয়

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৪ জানুয়ারি) ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা পরীক্ষা করলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মেয়র তাপস করোনা পজিটিভ রেজাল্ট আসে। এছাড়াও রোববার (৯ জানুয়ারি) তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন।

তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) তার ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য তিনি করোনা পরীক্ষা করান, কিন্তু আজ তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তার হালকা কাশি রয়েছে। তবে শারীরিকভাবে তিনি অনেকটাই এখন সুস্থ রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button