জেলার খবর

সর্ব কনিষ্ঠ উপন্যাসিক লেখক সিরাজগঞ্জের তাসনিয়া ফেরদৌস

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি

অমর একুশে বই মেলা’২০২৪ এ বাংলাদেশের সর্ব কনিষ্ঠ উপন্যাসিক লেখক হিসেবে তাসনিয়া ফেরদৌস এর উপন্যাস “অন্তরিত অতীত”প্রকাশিত হয়েছে।

শুক্রবার বিকেলে বই উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নবীন ও কিশোর কিশোরীদের লেখার প্রতি আগ্রহ বাড়াতে পাঠকদের বেশী বেশী বই কেনার আহ্বান জানিয়েছেন।

তাসনিয়া ফেরদৌস এ যাবৎ কালে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী কিশোর উপন্যাস লেখক। সে সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। এবারের অমর একুশে বই মেলায় তার লেখা প্রথম উপন্যাস “অন্তরতি অতীত”। শুক্রবার বিকেলে বই মেলা প্রাঙ্গণে বই উন্মোচন মঞ্চে আনুষ্ঠানিক ভাবে তার লেখা উপন্যাসটি প্রকাশিত হয়। বইটি উন্মোচন করেন, দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সরদার ফারুক।

অমর একুশে বই মেলার বই উন্মোচন মঞ্চের উপস্থাপক ও সঞ্চালক টি মনি, শুধু এবছরের জন্য নয়, এযাবৎ কালের সবচেয়ে কনিষ্ঠ উপন্যাসিক লেখক হিসেবে তাসনিয়া ফেরদৌস’র নাম ঘোষণা করেন।

পিতা মাতার কর্মব্যস্ততার কারণে সন্তানদের প্রতি খেয়াল বা তাদের প্রাপ্ত স্নেহ ভালবাসা থেকে বঞ্চিত করলে যে দুরত্বের সৃষ্টি হয় সে বিষয়টিই মূলত তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। শুধু তাই নয় পিতা মাতার সাথে সন্তানের দরত্ব নিরসনের পথও দেখিয়েছেন লেখক তার লিখনিতে’।

ইতিমধ্যেই উপন্যাসটি অভিভাবক সহ কিশোর ও তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বইটি বই মেলার লিটলম্যাগ চত্বরের ১৩৮ নং স্টল মহাকালের গর্জনে এবং ১৩৯ নং যমুনার ঢেউ স্টলেও পাওয়া যাচ্ছে।

উপন্যাসটির প্রকাশনী প্রতিষ্ঠান জয় প্রকাশনীর স্বত্বাধিকারী মোঃ আব্দুল মোমিন মন্ডল তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দীর্ঘ দিনের প্রকাশনা জগতে কিশোর উপন্যাসটি তার প্রথম প্রকাশ। তবে প্রথম প্রকাশেই বইটি আলোচনায় এসেছে। তিনি আশাবাদি বইটি যারা পড়বে তারা অবশ্যই অন্যকে উৎসাহিত করবে।

যার একান্তু প্রচেষ্টা ও সহযোগীতায় বইটি এবারের বই মেলায় প্রকাশে সুযোগ পেয়েছে লেখক তাসনিয়া ফেরদৌস এর শিক্ষক ও লেখক মেহেদি হাসানও বইটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।’

তাসনিয়া ফেরদৌস এটিএন বাংলা ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ফেরদৌস হাসান ও শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা মেহেরীনের বড় মেয়ে।

Related Articles

Leave a Reply

Back to top button