জাতীয়

সম্মৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন

‘সম্মৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন,নড়াইল প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফী ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ প্রশাসনের কর্মাকর্তারা।মোড়ক উন্মোচন শেষে হুইপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

এর আগে, সকাল পৌনে ১০টায় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের হুইপ নির্বাচিত হওয়ার পর নিজ জেলা নড়াইলে এটাই তাঁর প্রথম আগমন।

 

Related Articles

Leave a Reply

Back to top button