জাতীয়

সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে সহিংস রাজনৈতিক কর্মসূচিতে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে সারা দেশে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আজ মঙ্গলবার ২১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি হয়েছে।

ঢাকার সব সাংস্কৃতিক ফেডারেশন ও সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। সংহতি জানাতে আসেন বিশিষ্টজনসহ সব স্তরের মানুষ।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতির গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বরেণ্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদারসহ বিশিষ্টজনেরা সে সময় সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা বলেন, ফিলিস্তিনের গাজায় হামলা চালানো ইসরাইল এবং তাদের মদদ দেওয়া সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত ও জানমালের ক্ষতি করে তাদের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানায় সম্মানিত সাংস্কৃতিক জোট।

দেশের সব জেলা এবং উপজেলায় একই সময়ে স্থানীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে স্থানীয় সবগুলো সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Back to top button