জাতীয়

সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্যপদ পেলো বাংলাদেশ

আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। চলতি বছরের পহেলা জানুয়ারি ২০২১ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চার বছর মেয়াদে এই পরিষদ কাজ করবে। আইএসএ’র কার্যকরী পরিষদের বর্তমান সভাপতি বাংলাদেশ।

শুক্রবার (৫ মার্চ) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে সদস্যপদের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ভবিষ্যতে ৩৭ সদস্য নিয়ে গঠিত এ সংগঠনে আরও ভালোভাবে নিজের স্বার্থ রক্ষা করার সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে সামুদ্রিক সীমা নিষ্পত্তির পর বাংলাদেশ সমুদ্র সম্পদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোকে অগ্রাধিকার দিচ্ছে এবং এক্ষেত্রে সমুদ্র অর্থনীতিকে নতুন দিগন্ত হিসেবে গ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button