বিনোদুনিয়া
সমালোচনায় বয়কটের মুখে ‘অ্যাভাটার টু’!

১৩ বছর অপেক্ষার পর মুক্তি পেয়েছে অ্যাভাটার ২। যে ছবিটি নিয়ে দর্শকদের ছিলো অনেক আকাঙক্ষা। নতুন নতুন প্রযু্ক্তি ব্যবহারে কারনে সময়টাও লেগে গেছে ১৩ বছর। শুরুতেই বেশ সাড়া ফেলে দিয়েছিলো মুভিটি। মুক্তির ৫ দিনে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এ সিনেমাটি। এ পর্যন্ত বিশ্বে ১৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। কিন্তু হঠাৎ এবার
হলিউডের বাতাসেও লেগে গেলো বয়কটের হাওয়া।
আমেরিকার আদিবাসীদের দাবি, জেমস ক্যামেরন তার জনপ্রিয় সিনেমা অ্যাভাটারের সিকুয়েলে বর্ণবিদ্বেষীর প্রকাশ করেছেন। তাই শিগগিরই এ ছবি বয়কটের দাবি তুলেছে । এ ছবিটি দেখার পর আমেরিকার আদি বাসিন্দারা অভিযোগ করেছেন জেমস ক্যামেরন নারী এবং বর্ণবিদ্বেষী। আর সেই বিষয়টিই প্রতিফলিত হয়েছে অ্যাভাটার টুতে।
এদিকে নেটিজেনরা বলছে, “আমাদের সংস্কৃতিকে ব্যবহার করে আর্থিক মুনাফা কামানোর চেষ্টা করছেন জেমস ক্যামেরন। এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করাটা জরুরি।”
নেটিভ আমেরিকানরা বলছে, ‘সাদা চামড়ার মানুষের সিদ্ধান্ত ভুল দেখানো হয়েছে বলেই আমরা খুশি হয়ে যাব, এই ভাবনা ভুল। আমাদের পূর্বপুরুষদের অপমান করেছেন পরিচালক।’
অন্যদিকে মার্কিনিদের একাংশও ছবিটিকে বয়কট করার ডাক দিয়েছেন। তাদের মতে, ‘প্রাচীনপন্থি এক সাদা চামড়ার মানুষের উপনিবেশবাদের জেরে সবকিছু খারাপ হচ্ছে। এই গল্পকে ভিত্তি করেই তৈরি হয়েছে অ্যাভাটার টু। কিন্তু আমাদের সংস্কৃতিকে অপমান করার পাশাপাশি পূর্বপুরুষদের বর্বর এবং অসভ্য হিসেবে দেখানো হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না।’
সমালোচকরা বলছেন, ছবিতে নেটিভ আমেরিকানদের কাজের সুযোগও দেওয়া হয়নি। বেশির ভাগ অভিনেতা সাদা চামড়ার। অথচ তারা আমাদের কাহিনি দেখিয়ে বাণিজ্যিক লাভ করছেন। জেমস বুঝিয়ে দিয়েছেন তিনি বর্ণবিদ্বেষী।