রাজনীতি

সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই: হানিফ

নীতি নৈতিকতাহীন, মানবিক মূল্যবোধহীন জীবন কখনো সুন্দর হতে পারে না। মানুষের মধ্যে সমাজ দেশ পরিবার নিয়ে ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমিতে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত শিশু শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মধ্যে নীতি নৈতিকতা নেই। আজ মানুষের মধ্য থেকে সততা, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে।

মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতি নিয়ে ভেবেছেন বলেই আজ আমরা স্বাধীন। তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার।
 
আজকের শিশু ও তরুণ যারা, তারাই জাতির ভবিষ্যৎ। এদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। তারা যেন দেশ এবং জাতি নিয়ে ভাববার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন মাহবুব উল আলম হানিফ।

Related Articles

Leave a Reply

Back to top button