রাজনীতি

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান, ভারতকে হুঁশিয়ারি দুদুর

ভারতের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত আমাদের বন্ধু। একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে। সেই ভারত একজন গণহত্যাকারী, অর্থলোপাটকারীকে কোন কাগজপত্র ছাড়াই আশ্রয় দিবে এটা আমরা প্রত্যাশা করিনা। সময় থাকতে তাকে ফেরত পাঠান বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে গণহত্যাকারী খুনি শেখ হাসিনার ও তার দোষরদের বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ভারত আমাদের বন্ধু। একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে। সেই ভারত একজন গণহত্যাকারী, অর্থলোপাটকারীকে কোন কাগজপত্র ছাড়াই আশ্রয় দিবে এটা আমরা প্রত্যাশা করিনা। একটা বন্ধু রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করি না। যারা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ১৮ থেকে ২০ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করেছে। যারা এদেশের সাধারণ জনগণ, ছাত্রদেরকে হত্যা করেছে। তারা ভারতে থাকতে পারে না। আমি ভারতের রাষ্ট্রপ্রধানকে বিশেষভাবে বলব সময় থাকতে তাকে ফেরত পাঠান।
তিনি বলেন, বাঙালি জাতি বীরের জাতি। এই জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে, ৫ আগস্ট প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু এটা আমরা মনে করি। কিন্তু অন্যায়কারীকে যদি তারা আশ্রয় দেয় তাহলে তাকে ছিনিয়ে আনতে এ দেশবাসী একটুও পরোয়া করবে না। সেটা তাদেরকে মনে রাখতে হবে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। গণতন্ত্রের লড়াই তখনই শেষ হবে যখন এ দেশের সাধারণ মানুষ ভোট দিতে পারবে। তারা তাদের অধিকার ফিরে পাবে। এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের বিরোধীদল গুলো, বিএনপি আমাদের সমর্থন আছে। তাদের প্রধান কাজ একটি ভালো নির্বাচন। সেই নির্বাচন যদি দিতে না পারে তাহলে দেশবাসী অস্থির হয়ে যাবে। সেদিকে এই সরকার নজর দেবে, এটা আমি মনে করি।

Related Articles

Leave a Reply

Back to top button