জাতীয়

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। একইসঙ্গে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।

আজ রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জনান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি জানান, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্ল্যাব করা হবে।

এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি মহার্ঘ ভাতা-এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক ও একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Back to top button