ক্রীড়াঙ্গন

সব ফরম্যাট থেকে বিদায় নিলেন রায়না

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক টুইটে অবসরের কথা নিজেই জানিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলেছিলেন ।
ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে টুইটে ৩৫ বছর বয়সী রায়না লিখেছেন, ‘দেশ এবং আমার প্রদেশ ইউপি’র হয়ে খেলা ছিল খুবই সম্মানের বিষয়। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি বিসিসিআই, উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস, রাজিব শুক্লা (আইপিএলের সাবেক চেয়ারম্যান) এবং সকল ভক্তদের প্রতি তাদের সমর্থন ও আমার সক্ষমতার ওপর তাদের অকুণ্ঠ আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
২০২০ সালে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরপরই রায়নাও বিদায় জানিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে থাকবেন বলে জানিয়েছিলেন।
তবে এই বছর আইপিএলে কোনো দল পাননি রায়না। এদিকে ভারতীয় ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগগুলোতে অংশ নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে বিসিসিআইয়ের। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার লিগে একটি দলের মেন্টর হতে প্রস্তাব দেওয়া হয় ধোনিকে, তবে বিসিসিআই ধোনিকে সেখানে যেতে অনুমতি দেয়নি। সেই টুর্নামেন্টে অংশ নিতে হলে আগে তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হবে বলে সাফ জানিয়ে দেয় বিসিসিআই।
বিদেশি টি-টোয়েন্টি লিগগুলোতে অংশ নেওয়ার পথে বিসিসিআইয়ের এই নিয়ম যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে, সেজন্যই রায়না অবসরের ঘোষণা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button