বাংলাদেশ

সবার আগে দরকার নিরপেক্ষ সরকার: মাহবুব তালুকদার

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবার আগে একটা নিরপেক্ষ সরকার দরকার।

অন্যদিকে সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, দেশ থেকে ডাকাত সরাতে পারলে তবেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব।

রোববার (১২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সাবেক ইসি সচিবদের সঙ্গে সংলাপে তারা এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয় বেলা ১১টায়।

সাবেক কমিশনার আবু হাফিজ বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের জড়িত হওয়া যাবে না। এটা সরকারি দলের কাছে ছেড়ে দিতে হবে। আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে। আমরা সঠিকভাবে নির্বাচন করলেও মানুষ মনে করেছে সুষ্ঠু হয়নি। এটা আমাদের ব্যর্থতা।

সাবেক কমিশনার শাহ নেওয়াজ বলেন, সিল তো ব্যালট পেপারেও মারা যায়। ইভিএমকে দোষারোপ করে লাভ নেই। সেই সঙ্গে নির্বাচন কমিশন ডাকাত দাঁড়িয়ে থাকার যে কথাটি বলেছেন এটা সত্য। এই বিষয়টি শক্তভাবে দেখতে হবে।

আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ করেছে ইসি।

Related Articles

Leave a Reply

Back to top button