জাতীয়

সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ ডিএমপির

রাজধানীতে সন্ধ্যা ৭টার মধ্যে কাঁচা বাজার ও সুপার শপসহ সব ধরনের নিত্যপণ্যের বাজার ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয় সেই নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো থাকবে এই নির্দেশনার আওতার বাইরে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর পাড়া ও মহল্লার দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

ডিএমপি কমিশনারের এমন নির্দেশনা ইতোমধ্যে সব বিভাগকে অবগত করে বাস্তবায়ন করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button