করোনাজাতীয়

সন্ধ্যায় ঢাকায় আসছে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আজ মডার্নার ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার পর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আসবে। টিকাগুলো সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূর আর্ল রবার্ট মিলার।

এর আগে গত শনিবার (১৭ জুলাই) রাষ্ট্রদূত মিলার এক টুইট বার্তায় জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা সোমবার ঢাকায় পৌঁছুবে। করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে টিকা সরবরাহ বাড়াতে অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button