জাতীয়

সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক। কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সরকার সেটা বিচারের আওতায় আনবে।

‘যে কদিন দেশে সরকার ছিল না, তখন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। তবে সে অপরাধের শাস্তি হবে’, যোগ করেন মো. তৌহিদ হোসেন।
 
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সারা দেশে যেনো কোথাও কেউ অপরাধ করার সাহস না পায়। সেই ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। 

Related Articles

Leave a Reply

Back to top button