খেলা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গ্র্যামি মনোনীত গায়িকা অ্যাঞ্জি স্টোন

সড়ক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন গ্র্যামি মনোনীত আরএন্ডবি গায়িকা অ্যাঞ্জি স্টোন। শনিবার (১ মার্চ) একটি ১৮ চাকা ট্রাকের সাথে তার গাড়ির সংঘর্ষে তিনি নিহত হন। তার বয়স ছিল ৬৩ বছর।
অ্যাঞ্জি স্টোনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার মেয়ে লাদি ডায়মন্ড ফেসবুকে লিখেছেন, ‘আমার মা চলে গেছে।’
জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে আলাবামা থেকে গাড়িতে চড়ে আটলান্টা ফিরছিলেন অ্যাঞ্জি। এ সময় উল্টে যায় তার গাড়ি, এরপর দুমড়ে মুচড়ে যায়। আলাবামা হাইওয়ে পেট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, মার্সিডিজ-বেঞ্জ স্প্রিন্টার ভ্যানটি ভোর ৪টা ২৫ মিনিটে ইন্টারস্টেট ৬৫-তে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই অ্যাঞ্জি স্টোনকে মৃত ঘোষণা করা হয়।
১৯৬১ সালের ১৮ ডিসেম্বরে দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলা ল্যাভার্ন ব্রাউন। পরবর্তীতে তিনি গান করতে এসে অ্যাঞ্জি স্টোন নামে প্রতিষ্ঠা পান। ১৯৭০ এর দশকের শেষের দিকে ‘দ্য সিকুয়েন্স’ গ্রুপের সদস্য হিসেবে তার সংগীত ক্যারিয়ার শুরু হয়। এই গ্রুপটি প্রথম নারী হিপ-হপ গ্রুপগুলোর মধ্যে অন্যতম। তাদের ১৯৭৯ সালের গান ‘ফাঙ্ক ইউ আপ’ এখনো একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
১৯৯০ এর দশকে স্টোন আরএন্ডবি সংগীতে প্রবেশ করেন। প্রথমে ভার্টিক্যাল হোল্ড গ্রুপের সঙ্গে, এরপর সলো শিল্পী হিসেবে কাজ করেন। ১৯৯৯ সালে তার প্রথম সলো অ্যালবাম ‘ব্ল্যাক ডায়মণ্ড’ মুক্তি পায়। যার মধ্যে ছিল ‘নো মোর রেইন’ গানটি তুমুল জনপ্রিয় হয়। ২০০১ সালে ‘ম্যাহগনি সোল’ অ্যালবামটি প্রকাশিত হয়। সেখানে অ্যাঞ্জির কণ্ঠে জনপ্রিয়তা পায় ‘উইশ আই ডিড’ন্ট মিস ইউ’।
অ্যাঞ্জি স্টোন ছিলেন একজন সফল গান লেখকও। তিনি ডি’এঞ্জেলো, আলিসিয়া কিজ এবং লেনি ক্রাভিটজের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তার সংগীত কর্মজীবনে তিনটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন তিনি।
সঙ্গীত ক্যারিয়ারের বাইরে, স্টোন সিনেমাতে অভিনয়ও করেছেন। ২০০৩ সালে ব্রডওয়ে মিউজিক্যাল ‘শিকাগো’তে অভিষেক করেন। তিনি কিছু রিয়েলিটি টিভি শোতে উপস্থিত হয়েও নজর কেড়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button