
সংস্কারকে রাজনৈতিক এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে স্বাধীনতা সার্ভভৌমত্ব বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনার রিজভী এসব কথা বলেন।
সংস্কারের কথা বলে কার লাভ হচ্ছে প্রশ্ন করে রিজভী বলেন, ‘সংস্কারের নামে ধোয়াশা করে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহকারী সব দল ও ছাত্র জনতার মধ্যে ভুলবোঝাবুঝি হলে ফ্যাসিবাদ মাথা তোলার চেষ্টা করবে। অবাধ সুস্ঠ নির্বাচন শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছিল। বর্তমান সকরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে সরকারের ওপর জনগণের আস্থা দুর্বল হয়ে পড়বে।’
জিয়া পরিষদের নাটার জেলা শাখার আয়োজনে এ সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া জিয়া পরিষদের স্থানীয় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘দানবরূপী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে নিয়ে অপ্রচারের পাশাপাশি ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হানিাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণে রেখেছিল।’
বাংলাদেশকে আবার কব্জার মধ্যে নেয়ার জন্য ভারত ষড়যন্ত্র শুরু করেছে বলে দাবি করেন রিজভী।



