
সংযুক্ত আরব আমিরাতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন
মেহেদী হাসান; প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত:
বাংলাদেশ হাইকমিশন আবুধাবি ও বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাই একসাথে পালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস।
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, আর দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করে শুনান।
পরে দুবাইয়ের কনসুলেট জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতি সংযুক্ত আরব আমিরাতের কমিউনিটি বিশিষ্টজনেরা শেখ রাসেলের উপর স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন।
বয়সে অনেক ছোট হলেও শেখ রাসেলের হৃদয়টা ছিল অনেক বড় ও উদার। বিশেষ করে সাধারণ মানুষের প্রতি ছিল তার প্রগাঢ় ভালোবাসা। শিশু বয়সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মানসিকতা ছিল তার মধ্যে, এইসব কথা বলেন উপস্থিত কমিউনিটির বিশিষ্ট জনেরা।
বক্তব্য রাখেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মইনুদ্দিন মইন, আইয়ুব আলী বাবুল সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, ইসমাইল গুনি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সমিতি শারজা, ইয়াসমিন মেরুনা, উপদেষ্টা ইউথ বাংলা কালচারাল ফোরাম, সোহরাব হোসেন পরিচালক বাংলাদেশ সমিতি দুবাই, ইঞ্জিনিয়ার আবুজাফর, সাইফুদ্দিন,জাহিদ হাসান, ইঞ্জিনিয়ার আবু হেনা, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।
অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।