ক্রীড়াঙ্গন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের চতুর্থ খেলায় আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে  শ্রীলঙ্কা । ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।

এ ম্যাচে একটি করে পরিবর্তন এনেছে দুই দল। আফগানিস্তান দলে হযরতুল্লাহ জাজাই এর স্থানে এসেছেন গুলবাদিন নায়েব। এবং লঙ্কান দলে চামিকা করুণারত্নে যায়গায় এসেছেন প্রামোদ মাদুসান।

আফগানিস্তান একাদশে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, উসমান ঘানি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, ফরিদ আহমেদ, ফজল হক ফারুকি।

শ্রীলঙ্কা একাদশে রয়েছে কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রামোদ মাদুসান, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

Related Articles

Leave a Reply

Back to top button