জাতীয়

শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়ল

শ্রমিক ঠকানোর মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালতে। সেইসঙ্গে এ মামলার আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

রোববার (৩ মার্চ) সকালে জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালের হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূস। জামিন নিতে আসেন গ্রামীণ টেলিকমের আরও তিন আসামি।

এদিন ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ হাইকমিশন, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের পর্যবেক্ষকরা আদালতে উপস্থিত ছিলেন। এ বছরের ১ জানুয়ারি ইউনূসসহ ৪ আসামির ৬ মাসের কারাদণ্ড হয়। এক মাসের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন শ্রম আদালত।

পরে গত ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস। এ দিকে দুপুরে অর্থ আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করবেন ড. মুহাম্মদ ইউনূস। 
 
২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ৪ জুলাই গ্রামীণ টেলিকমের ৮ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
পরে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় অধ্যাপক ইউনূসসহ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Back to top button