করোনারাজনীতি

শ্রমজীবীদের পাশে করোনা প্রতিরোধক নিয়ে ছাত্রলীগ

করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ।

রবিবার (২৯ মার্চ) সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ রাজধানীর শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, ধানমণ্ডি সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ৫ হাজার মাস্ক, ছাত্রলীগের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরিকৃত ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক ৫ হাজার হ্যান্ড লিফলেট বিলি করে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে গত ২০ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করে এবং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ছাত্রলীগের সকল ইউনিটকে জনসমাগম এড়িয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button