শ্বাসরূদ্ধকর লড়াইয়ে জিতে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর নানা নাটকীয়তায় ভরপুর ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানের হারালো বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তর অনবদ্য ব্যাটিংয়ের পর তাসকিনের দুর্দান্ত বলে জয় তুলে নেয় টাইগাররা।
রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে শাকিব বাহিনী।
বাংলাদেশের দেয়া ১৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে টানা দুই ওভারে জোড়া উইকেট তুলে নেন তাসকিন। তার আগুনে ঝরা বোলিংয়ে ওয়েসলি মাধেভেরে (৪) ও ক্রেইগ আরভিন (৮) দ্রুত সাজঘরে ফেরেন। এরপর কিছুটা সময় জিম্বাবুয়ে ব্যাটাররা বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়েছিলেন।
কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান বোলিংয়ে এসেই তুলে নেন আরও দুই উইকেট। মিল্টন শুম্বার (৮) পর সিকান্দার রাজাকে (০) তুলে নেন ফিজ।
দলীয় ৩৫ রানে ৪ উইকেট হারানো দলকে কিছুটা বিপর্যয়মুক্ত করেন শন উইলিয়ামস ও রেজিস চাকাভা। কিন্তু ব্যক্তিগত ১৫ রান করে আবারও তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন চাকাভা।
এরপর রায়ান বার্লকে নিয়ে লড়াই করছিলেন উইলিয়ামস। কিন্তু ম্যাচের আট বল বাকি থাকতেই রান আউটের কবলে পড়েন উইলিয়ামস। জয়ের জন্য ১৯ রান দূরে থাক্তেই ৪২ বলে ৬৪ রানে সাকিবের কাছে রান আউটের কবলে পড়েন।
এরপর শেষ ওভারে জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। সাকিব বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করলেন না তিনি। রোমাঞ্চ সঙ্গী করে ৩ রানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেটের সঙ্গে মুস্তাফিজ ও মোসাদ্দেক দুটি করে উইকেট নেন।
চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটি জয় নিয়ে সেমির পথে এগিয়ে গেল দল। এখন সামনে কঠিন দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান!