ক্রীড়াঙ্গন
শেষ দল হিসেবে কাতারে পৌঁছেছে ব্রাজিল

শেষ দল হিসেবে নেইমারের নেতৃত্বে কাতারে এসে পৌঁছেছে হট ফেবারিট ব্রাজিল।
দক্ষিণ আমেরিকান জায়ান্টরা ইতালির তুরিন থেকে স্থানীয় সময় রাত ১১টায় এসে দোহায় পৌঁছায়। তুরিনে পাঁচদিনের কন্ডিশনিং ক্যাম্প করে দোহার উদ্দেশে রওনা হয় তিতে বাহিনী।
দারুণ এক বাছাইপর্ব শেষে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বিশ্বকাপ খেলতে এসেছে নেইমাররা।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল ব্রাজিল।
আগামী বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা।
২০ বছর আগে সর্বশেষ বিশ্বকাপ জয়ে ব্রাজিলের হয়ে অবদান রেখেছিলেন রোনাল্ডো, রিভালডো, রোনালদিনহোরা। রোববার সন্ধ্যায় আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিলের প্রথম অনুশীলন করার কথা রয়েছে।