রাজনীতি

শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে: ফারুক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন বলেন, হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উসকানিদাতাদের পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ।
বিএনপির এ নেতা বলেন, বিগত ফ্যাসিস্টের দোসররা এখনো সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। বাংলাদেশ নিয়ে আর নাক না গলাতে ভারতের প্রতি হুঁশিয়ারি করেন তিনি।

সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ মনে করেন, সকল ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। যেজন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান জয়নুল আবদিন ফারুক। 

Related Articles

Leave a Reply

Back to top button