রাজনীতি

শেখ হাসিনার দলে অপরাধীরা ছাড় পায় নাঃ ওবায়দুল কাদের

শেখ হাসিনার দলে অপরাধীরা ছাড় পায়না, পাপিয়ার মতো অপরাধীদের বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে জাতীয় জাদুঘরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, পাপিয়ার মতো অপরাধী আগে থেকেই ছিলো, তবে একমাত্র শেখ হাসিনাই তাদের গ্রেফতার করেছে। আরো অনেক অপরাধীর তালিকা শেখ হাসিনার কাছে আছে জানিয়ে কাদের বলেন, পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, পিলখানা হত্যার বিচার সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত, এই বিষয়ে নতুন করে বিচার করতে গেলে কেচো খুড়তে সাপ বের হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বিএনপি মহাসচিবের বক্ত্যেব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, মির্জা ফখরুল বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা বিদ্রোহের বিচার করবেন, নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে, এই ঘটনার দিন খালেদা জিয়া কোথায় গিয়ে লুকিয়ে থাকা রহস্যও বের হয়ে আসবে

Related Articles

Leave a Reply

Back to top button