বিনোদুনিয়া

শুক্রবার মুক্তি পেলো নতুন সিনেমা ‘নোনা জলের কাব্য’

আজ শুক্রবার (২৬ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন সিনেমা ‘নোনা জলের কাব্য’। এর আগে লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘নোনাজলের কাব্য’। পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কপ ২৬-এ প্রদর্শিত হয়েছে।

‘নোনা জলের কাব্য’ দর্শকরা উপভোগ করতে পারবেন স্টার সিনেপ্লেক্স (পান্থপথ বসুন্ধরা সিটি, মহাখালী এসকেএস টাওয়ার, ধানমণ্ডি সীমান্ত সম্ভার, মিরপুর সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (ফিউচার পার্ক), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিন (চট্টগ্রাম)-এ। এছাড়া চট্টগ্রামের সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবন প্রেক্ষাগৃহেও সিনেমাটি প্রদর্শিত হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button