
শি জিনপিংকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জেলেনস্কির
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর; মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র।
গতকাল বুধবার (২৯ মার্চ) এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি বার্তা সংস্থাটিকে বলেছেন, ‘আমরা তাকে এখানে দেখার অপেক্ষায় আছি। আমি তার সঙ্গে কথা বলতে চাই। যুদ্ধ শুরুর আগে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু গত ১ বছর ধরে যোগাযোগ নেই।’
গত কয়েক মাসে চীনের সঙ্গে রাশিয়ার সখ্যতা বেড়েছে। রাশিয়াকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে চীন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি বৈঠকও করেছেন। এই পরিস্থিতিতে জেলেনস্কির এ ধরনের বক্তব্য।
জেলেনস্কির বক্তব্য, পুতিন শিয়ের কাছে যতটা সাহায্য চেয়েছিলেন, চীন তা দেয়নি। তাই তিনি শি জিনপিংকে কিয়েভে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। ফলে এমন হতেই পারে, শি কিয়েভের পরিস্থিতি দেখে ইউক্রেনকে সমর্থন করবে।
সম্প্রতি শি মস্কোয় গিয়েছিলেন। সেখানে রাশিয়ার প্রশাসন তাকে যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করেছে।