জাতীয়

‘শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশন আইন ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন

‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশন আইন-২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশন আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটা পরিচালনার জন্য কোনও আইন ছিল না। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের ‘ঢাকা শিশু হাসপাতাল অধ্যাদেশ ২০০৮’ অনুযায়ী এটা পরিচালিত হচ্ছিল। এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা আছে। এ কারণে এটি আইনে পরিণত করা হয়েছে।  ২১টি ধারা সম্বলিত বাংলাদেশ ‘শিশু হাসপাতাল ও ইনস্টিটিউ আইন-২০২০’ প্রণয়ন করা হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই আইন অনুযায়ী ইনস্টিটিউট পরিচালনায় ১২ সদস্যের একটি বোর্ড থাকবে। বোর্ডের চেয়ারম্যান ও সদস্যারা তিন বছরের জন্য মনোনীত হবেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘এই আইনের মাধ্যমে ঢাকা শিশু হাসপাতাল পরিচালিত হলে সর্বস্তরের শিশুদের উন্নত চিকিৎসাসেবা প্রণয়নের মাধ্যমে একটি সুস্থ-সবল জাতি গঠনে হাসপাতালটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে জাতি আশা করে।’

Related Articles

Leave a Reply

Back to top button