Leadঅপরাধ-আদালতখুলনা

শিশু ধর্ষণ: মধ্যরাতে চার আসামির রিমান্ড মঞ্জুর

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৯ মার্চ) মধ্যরাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এ আদেশ দেন। প্রধান আসামি ভুক্তভোগী শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন, স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

জানা যায়, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।

রোববার (০৯ মার্চ) রাত ১২টার পর শুরু হয় রিমান্ড শুনানি। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। রিমান্ড না দেয়ারও দাবি করেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয় ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জবানবন্দি নেয়া যায়নি। ফলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

নাম প্রকাশ না করার শর্তে মামলার তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রিমান্ডের আবেদনসহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও রোববার দিনে আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেয়া হয়নি। সারাদিন আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তাদের হাতে তুলে দেয়ার দাবি করেছিলেন। এ কারণে রাতে শুনানি করেছেন আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button