বিনোদনসাহিত্য ও বিনোদন

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খানসহ ৪ জন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নতুন কমিটি অভিনেতা জায়েদ খানসহ ৪ জনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে।

সদস্য পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব বলেন, বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি।

এদিকে বৃহস্পতিবার সমিতির কার্যকরী সভা শেষে ডিএ তায়েব বলেন, নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।

এদিকে, গত ১৯ এপ্রিল সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে এ নির্বাচনকে ঘিরে যেনো আলোচনা থামছেই না। নির্বাচনে জয়ী মিশা-ডিপজল প্যানেল কাজও শুরু করেছেন। এর মধ্যেই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে তাদের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

শুধু তাই নয়, লন্ডন থেকে এক সাক্ষাৎকারে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ আক্তার।

Related Articles

Leave a Reply

Back to top button