আন্তর্জাতিক

শিল্পার সঙ্গে বিমানে চড়তে নিষেধ করলেন ফারহা

ফারহা খান এবং শিল্পা শেঠি বেশ ভালো বন্ধু। একসঙ্গে কাজ করেছেন একাধিক প্রকল্পে। এবার শিল্পার সম্পর্কে সতর্ক বার্তা দিলেন ফারাহ।

ফারহা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দিয়েছেন আর সেখানেই শিল্পার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

সেই ভিডিওতে দেখা গেছে বিমানে দুই বন্ধু পাশাপাশি বসে আছে। ফারহা ক্যাপশন দিয়েছেন, ‘‘শিল্পা শেঠির সঙ্গে কখনও বিমানে চাপবেন না। ’’ অবশ্য এর ব্যখ্যা পাওয়া গিয়েছে ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে, সামনে দাঁড়িয়ে রয়েছেন বিমানসেবিকা।

ফারহা একের পর এক খাবারের অর্ডার দিতে চাইছেন। কিন্তু শিল্পা তাঁকে নিষেধ করছেন। শেষে শিল্পা বিমানসেবিকার উদ্দেশে বলেন, ‘‘আমি আমার আসন পরিবর্তন করছি। ’’

শিল্পা স্বাস্থ্য বিষয়ে খুব সচেতন থাকেন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবার নিয়েও সচেতন শিল্পা। তাই ফারহার খাবার তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। বন্ধুকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতেই খাবার নিতে নিষেধ করছিলেন তিনি। ভিডিওর ক্যাপশনে ফারহা লেখেন, ‘‘কেউ কিছুই খেতে পারবেন না, অথচ তিনি শিল্পার মতো ফিটও হবেন না। ’’

তবে আলাদা করে নজর কেড়েছে ভিডিওতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রের মন্তব্য। রাজ লেখেন, ‘‘ফারহা, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তোমার জন্য জলই ছিল সবচেয়ে স্বাস্থ্যকর। ’’ সূত্র: আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Back to top button