করোনাজাতীয়

শিবচর লকডাউন, গৃহবন্দি হাজারো মানুষ

করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে মাদারীপুরের শিবচর উপজেলায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান খোলা থাকবে।

পুরো উপজেলা লকডাউন করায় অনেকটা গৃহবন্দি হয়ে পড়েছেন সেখানকার হাজারো মানুষ।

সম্প্রতি বিভিন্ন দেশ থেকে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি ফিরেছেন। মাদারীপুরেবাসীর একটি বড় অংশই এসেছেন ইতালি থেকে।বিদেশফেরত এসব লোকজন স্বাস্থ্যবিধি মেনে না চলায় গোটা জেলাবাসী করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। এছাড়াও দেশে করোনা ভাইরাস আক্রান্ত মোট ১৮ জনের মধ্যে ৫ জনই মাদারীপুরের।  আর তাই সতর্কতার জন্য মাদারীপুর এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সচিবালয়ে বিশেষ সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে মাদারীপুর, শরিয়তপুর ও ফরিদপুরসহ বেশ কয়েকটি এলাকা প্রয়োজনে সরকার লকডাউন করার কথা ভাবছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘কিছু কিছু এলাকা আছে যেখানে বিদেশফেরত অনেক মানুষ কোয়ারেনটাইন মানছেন না। কিছু এলাকায় অনেক বেশি বিদেশফেরত মানুষ অবস্থান করছেন। যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকা লকডাউন করা হবে।’

ইতোমধ্যে মাদারীপুরে প্রায় ২৪৫ জন হোম কোয়ারেনটাইনে আছেন। ৪ জন আছেন আইসোলেশনে।

Related Articles

Leave a Reply

Back to top button